অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষিকা মাহরীনের আত্মত্যাগের প্রশংসা করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।
এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহেরিন চৌধুরী, একজন শিক্ষিকা যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এই অসীম সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়।
তিনি আরও লিখেছেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাবো যে, এই শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply