নিজিস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে আব্দুল মজিদের মাছের ঘেরে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় শনিবার থানায় হত্যা মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আকলিমা খাতুন। মৃতের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের ইন্দ্রজিৎ বাছাড়ের ছেলে হরিপদ বাছাড়(৫৫)। মৃত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর পুত্র বিল্লাল হোসেন (৩৭)।
মৃতের স্ত্রী আকলিমা খাতুন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর তার স্বামী বেল্লাল হোসেন বাড়ি থেকে চলে যায়। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পান যে বেল্লাল এর লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, দুদিন আগে তার স্বামীর সঙ্গে একই গ্রামের হরিপদ বাছাড়ের বিরোধ ছিলো।
স্থানীয়রা জানান, বেল্লাল বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার উপপপরিদর্শক সেলিম রেজা বলেন, মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে কারো নাম উলেখ না করে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দিগ্ধ আসামী হিসেবে হরিপদ বাছাড়কে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply