নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যানে ঘরের মালামালসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপভ্যান বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply