শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার দীপ্ত যাত্রা আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি এক অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রোগীটি চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের সদস্যরা উদ্যোগ নেন। সংগঠনের নেতৃবৃন্দ রোগীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার পাশাপাশি মনোবল বৃদ্ধির জন্য সাহস জোগান।
সংগঠনের পরিচালক মোঃ আশেকে এলাহী বলেন, “আমরা মানবিক দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছি। সমাজের অবহেলিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মনিরুজ্জামান রকি, মনিরুল ইসলাম, আহমেদ ধনী, মোহাম্মদ ইচ্ছা, এবং সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী ইমরান হোসেন ও প্রবাসী তামিম হোসেন
উল্লেখ্য, মানবতার দীপ্ত যাত্রা দীর্ঘদিন ধরে শ্যামনগর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যান্সার রোগীর সহায়তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতার আবেগ ছড়িয়ে পড়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply