,

মানবতার দীপ্ত যাত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম,এ,রশিদ,শ্যামনগর প্রতিনিধিঃতীব্র শীতের কনকনে ঠান্ডায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার দীপ্ত যাত্রা। সংগঠনটির উদ্যোগে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায়, দুস্থ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, বৃদ্ধ ও শিশুদের মাঝে কম্বল ও উষ্ণ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের পরিচালক আশিক এলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনিরুজ্জামান রকি, ইছা, মনিরুল, মুছা, ফেরদাউস, শাহরিয়ার, নুরুজ্জামান, নাঈম, মামুন, পিকুল, মাওলানা মুফতি রাশিদুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পরিচালক আশিক এলাহী বলেন,
“মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এ কার্যক্রম। সমাজের পিছিয়ে পড়া ও শীতকষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। যতদিন সমাজে অসহায় মানুষ থাকবে, ততদিন মানবতার দীপ্ত যাত্রা তাদের পাশে থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেন। এলাকাবাসীর মতে, মানবতার দীপ্ত যাত্রা সংগঠন সত্যিকার অর্থেই মানবতার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *