মোঃরাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোলাম মহীউদ্দীনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ৮ এপ্রিল বেলা ১১টার দিকে গোলাম মহীউদ্দীন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply