সাতক্ষীরা প্রতিনিধি:ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), সাতক্ষীরা জেলার শাখার বিপ্লবী আহবায়ক আক্তারুল ইসলাম আক্তারের সভাপতিত্বে শুক্রবার সকাল শহীদ আসিফ চতুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ সাতক্ষীরার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার। উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের যুগ্ম আহবায়ক কাজী হাফিজা ও ঝুমা মারিয়াম, যুগ্ম সদস্য সচিব নাহিদ হোসেন, তামিম হোসেন, কাজী নায়লা আলী ও মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।
ইব্রাহিম তাকি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন আরাফাত হোসেন এবং সায়েম হোসেন সিয়াম প্রমুখ।
বক্তরা বলেন: “আমরা স্পষ্ট করে বলতে চাই: জুলাই পরবর্তী স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক গুমের শিকার মামুন ভাইকে দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে দিন। ৫ দিন অতিবাহিত হয়েছে আমরা আর একটি মুহূর্তের জন্য আমাদের সহযোদ্ধা ভাইয়ের অনুপস্থিতি মেনে নিবো না। প্রশাসনের তালবাহানা মেনে নিবো না। আমাদের ভাইয়ের, সন্ধান না মিললে এই সরকারের গদি নাড়াতে ও আমরা দ্বিধা করবো না, ছাত্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বিলাসী জীবন ও দুর্নীতিহীনতার বিরুদ্ধে একহাত নিতেও দ্বিধা করবো না।”
আপ বাংলাদেশের আহবায়ক আক্তারুল ইসলাম সরকারকে হুশিয়ার করে বলেন, ছাত্রজান্তার যে ম্যানডেজ নিয়ে আজ ওখানে বসে আছে, সেই ম্যানেজমেন্ট তুলে নিলে আবার আপনাদের জনসাধারণের কাতারে দৌঁড়াতে হবে। তিনি আরও বলেন, “খারাপ লাগলেও বলতে হচ্ছে – অনেকের আগের মতো ১০০ টাকার গেঞ্জি আর ৩০ টাকার পিচুড়ি খেয়ে দিনাতিপাত করতে হবে। সুতরাং জনগণের সাথে গান্ধর্বি করার চিন্তা করবেন না। সরকারকে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে বললো মনে রাখবেন: গুমকে কোন ফরমেটেই আর আমরা ফিরতে দিবো না। তাই আমাদের ভাইকে যেখান থেকে পারেন খুঁজে আনুন। আর সুষ্ঠ তদন্ত করে জড়িতদের যথাযথ বিচার করুন। গুমের সাথেই যেই জড়িত থাকুক সে যদি ছাত্র উপদেষ্টাও হয় এমনকি সরকারের শক্তিশালী বাহিনীরও কেউ হয় তারও বিচার জনগণ স্বচ্ছন্দে দেখতে চাই। আমরা প্রমাণ করতে চাই, হাসিনার গুম -খুনের রাজনীতিকে আমরা অনেক আগেই কবর দিয়েছি।” জুলাই যোদ্ধা আরাফাত হোসেন বলেন, “জুলাই যোদ্ধারা আমাদের সব্বার” সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply