,

মিছিল নিয়ে যমুনা অভিমুখে জামায়াতসহ আট দল

ডেস্ক রিপোর্টঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল। সেই লক্ষ্যে পল্টনে সমাবেশ শেষে এখন মিছিল নিয়ে যমুনার পথে এই আট দলের নেতাকর্মীরা। দুপুর ১২টার পর মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা।

পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *