,

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এম,কামরুজ্জামান,শ্যামনগর উপজেলার প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ আজাদ গাজী শ্যামনগর থানার জিআর মামলা নং-১৭ থেকে পরিত্রাণ পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ জুলাই বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলন পাঠ করেন,উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মোঃ আজাদ গাজী তারদের লিখিত বক্তব্যে বলেন,২০২১ সালে শ্যামনগর থানায় একই গ্রামের আমিনুর গাজীর মেয়ে ও মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী মোছাঃ আফরোজা খাতুন বাদী হয়ে আমাকে আসামি করে ১৭/২৬৫/২১ নং শিশু হত্যা মামলা করে।
বাদী পক্ষদ্বয়ের সাথে পূর্বে থেকে জমি জায়গা সহ বিভিন্ন মামলা মকদ্দমা চলে আসছে। তারই আলোকে আমাকে উক্ত মামলায় আসামি করে। আমি ঘটনার দিনে বাড়ি ছিলাম না। কোন কিছু বুঝে ওঠার আগেই
র‍্যাব-৬ আমাকে গ্রেফতার করে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও দীর্ঘ ৪ মাস ১৫ মিথ্যা ভাবে কারাবন্দি ছিলাম।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইর কাছে হস্তান্তর করে। পিবিআই এর তদন্তে আমি কোনভাবে সংযুক্ত না সেটাই প্রমাণিত হয়েছে। আমাকে পূর্ব শত্রুতা মূলক ভাবে বাদীর পিতা আমিনুর রহমান গাজী ও মাতা আছিয়া বেগম এবং বাদীর দাদা আব্দুল আলীম আমাকে সমাজে ভাবে হেউ প্রতি পূর্ণ করার উদ্দেশ্যে বাদীকে ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা করে। বর্তমানে পিবিআই তদন্তের প্রতিবেদনের পরে উক্ত মামলার ১ ও ২ নং সাক্ষী আমিনুর ও তার স্ত্রী আছিয়া শিশু হত্যা মামলার সাথে সংযুক্ত থাকার সন্দেহে তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান তাদেরকে গ্রেফতার করে শ্যামনগর থানায় হস্তান্তর করে। বর্তমান তার এখন সাতক্ষীরা জেল হাজতে আছে।
আমি উত্ত মিথ্যা মামলার ষড়যন্ত্রকারী আমিনুর ও তার স্ত্রী আছিয়া এবং বাদীর দাদা আব্দুল আলিমকে দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা হয়রানি মূলক মামলা থেকে আমি পরিত্রাণ পেয়ে সামাজিকভাবে আমি জীবন যাপন করতে পারি তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষক হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *