,

মিরপুরের পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধিঃ
মিরপুরের পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ
ঢাকা: রাজধানীর মিরপুরে এলাকায় পূর্ব শত্রুতার জেরে ভাই ও বোন গুলিবিদ্ধ হয়েছে। আহত দুজন হলেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তার বোন শাহিনুর বেগম (৩২)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ই ব্লকের ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহত জসিম উদ্দিন বলেন, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন। সেখানে তার ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরে তার বোন শাহিনুর থাকেন। গত এক সপ্তাহ আগে গাজীপুর থেকে বোনের বাসায় আসি।

তিনি আরও বলেন, গত পাঁচদিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দিতে থাকেন। শবেবরাত উপলক্ষে গতরাতে নামাজ পড়ে বাসার সামনে গেলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল আমাকে গুলি করেন। খবর পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে তাদের ধরতে গেলে তাকেও গুলি করে তারা পালিয়ে যায়। পরে আমাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, সকালে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্যে জসিমের দুই পায়ে ও শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। আহত জসিমকে ভর্তি করা হয়েছে এবং শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *