,

মুন্ডা আদিবাসীদের সাথে স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে সংবেদনশীল সভা

শ্যামনগর ব্যুরোঃ কমিউনিটি চেষ্ট কোরিয়ার অর্থায়নে অক্সফাম বাংলাদেশ এর সহায়তায় ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলিয়্যান্স ইন মুন্ডা আদিবাসী কমিউনিটি প্রকল্পের আওতায় স্থানীয় বাজার কর্তৃপক্ষ/স্টেকহোল্ডারদের সাথে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ জুলাই(রবিবার) বেলা ১০টায় উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন এর সভাপতিত্বে সভার মূল কার্যক্রম উপস্থাপন করেন ব্রেকিং দ্যা সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো: সুরুজ আলী সরকার। সভায় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের মুন্ডা গ্রাম সংশ্লিস্ট ইউপি সদস্য ও ভেটখালী বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, মুন্ডা কমিটির ৫০ জন প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ আরো অনেকে।

উল্লেখ্য,ব্রেকিং দ্য সাইলেন্স কর্তৃক বাস্তবায়িত প্রকল্পটি শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নের মুন্ডা সম্প্রদায়ের ১৫২ টি পরিবার নিয়ে ১০টি আত্মনির্ভরশীল দল গঠনের মাধ্যমে কাজ করছে। জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী নেতৃত্বের উন্নয়ন, আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করছে। সভায় অংশগ্রহণকারীগণ মুন্ডা সম্প্রদায়ের জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় বাজার কর্তৃপক্ষ/স্টেকহোল্ডারদের সাথে সংবেদনশীল সভা অংশগ্রহণকারী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, তাদের জীবন মান উন্নয়নে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এই প্রকল্প কার্যক্রম অত্যন্ত সহায়তা করছে।

সভায় রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভেটখালী বাজার কমিটির সভাপতি শেখ আল-মামুন বলেন, আমি খুবই আনন্দিত, ব্রেকিং দ্য সাইলেন্স মুন্ডাদের উন্নয়নে কাজ করছে। তিনি আরো বলেন, মুন্ডাদের উন্নয়নে যে কোন সহযোগীতার প্রয়োজন হলে তা আমার পক্ষ থেকে অবশ্যই করা হবে। তিনি আরো বলেন, আমি আমার ইউনিয়নে সকল মুন্ডাদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রত্যেককে কৃষি পেশার প্রত্যায়নপত্র দিয়েছি। যে সমস্ত মুন্ডা নারীরা ভেটখালী বাজারে ব্যবসা করতে চায় আমি তাদের জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিব’।

সভায় বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: নুরন্নবী বলেন, মুন্ডা নারীরা যদি তাদের জীবন মান উন্নয়নের জন্য ভেটখালী বাজারে ব্যবসা করতে চায় তাহলে আমরা বাজার কমিটির পক্ষ থেকে তাদের জন্য ব্যবস্থা করে দিব।

শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, মুন্ডা সম্প্রদায়ের নারীরা নিজেরাই উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছেন। চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা নিয়ে তারা এগিয়ে যেতে পারেন। তাদের নিজেদের সংস্কৃতিকেও ধরে রাখতে হবে।  তিনি আরো বলেন, মুন্ডা সম্প্রদায়ের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকব এবং সহযোগিতা করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো: মোশারফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার রহিমা খাতুন, অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ফ্যাসিলিটেটর অর্পনা বালা মুন্ডা, প্রিয়াঙ্কা রানী মুন্ডা। সভা সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেম্বুর শ্যামনগর প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার মো: সুরুজ আলী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *