মো:আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধি:মুন্সিগঞ্জ ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে বিট পুলিশিং কর্তৃক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এই সভায়।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি/থানার অফিসার ইনচার্জের মো: হুমায়ুন কবির মোল্লা সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ইত্যাদি] বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ কর্মকর্তারা জনগণের কাছে তাদের সমস্যা জানানোর জন্য উৎসাহিত করেন এবং স্থানীয়দের সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন
থানার ওসি মো: হুমায়ুন কোবির মোল্লা বলেন, “বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের সাথে আরও কাছাকাছি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশের কাছ থেকে দ্রুত সমাধানের আশ্বাস পান। এ ধরনের বিট পুলিশিং কার্যক্রম মুন্সিগঞ্জ ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা
Design & Developed BY- zahidit.com
Leave a Reply