,

মুন্সীগঞ্জে পুনাকের ব্যতিক্রমী আয়োজন : অনাথ শিশুদের সাথে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন

ছবি:শাহনাজ বেগম

শাহনাজ বেগম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত অনাথ শিশুদের মাঝে ‘কিশোরদের বঙ্গবন্ধু” সম্পর্কিত বই বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকূলে সরকারি শিশু পরিবারের বালকদের সাথে পুনাক এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করে।

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই মন্ত্রকে ধারণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর কৈশোর নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত ” কিশোরের বঙ্গবন্ধু ” শীর্ষক বইটি সরকারি শিশু পরিবারের ৬০ জন শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে কিশোর বঙ্গবন্ধুর মহানুভবতার গল্প শোনান উপস্থিত শিশু কিশোরদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, শ্রীনগর থানার অতিরিক্ত কমিশনার( ভূমি) আবুবকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন, শ্রীনগর উঝে পজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানবৃৃন্দ, মোঃ নাজিমুদ্দিন তালুকদার, নিরঞ্জন দাসসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ শিশুদের হাতে বই তুলে দেন।
পরবর্তীতে বইটি হতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান অনুষ্ঠানের সভাপতি ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী আমিনা রহমান মুন্নী।

সবশেষে প্রধান অতিথি, পুনাক সভানেত্রীসহ অতিথিবৃন্দ অনাথ শিশুদের খাবার পরিবেশন করেন ও তাদের খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *