,

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃশেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অস্থিরতা ও নাগরিক নিরাপত্তা কাটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট শুক্রবার বিকালে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেকান্দর হোসেন, সহসভাপতি ডাঃ বোরহান উদ্দিন,ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাষ্টার আকরাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি দিদার হোসেন প্রমূখ।

এ সময় নুরুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন, মোহাম্মদপুর ইউনিয়নে সব ধর্মের, সকল মতের লোকজন একসাথে মিলেমিশে বসবাস করবো। নিজেরা ঐক্যবদ্ধ থেকে সবার নিরাপত্তায় কাজ করবো। আইন শৃঙ্খলা বাহীনিকে সহায়তা করে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি আনতে কাজ করবো। জনতার আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য।
আমরা মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি লোকজন সরকারী ভবন, জনসাধারণের বাড়ি ঘর, হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ সবধরনের নিরাপত্তায় আমাদের ছাত্রদল,যুবদলসহ সবাই মিলে আমাদের এলাকার শান্তি রক্ষায় কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *