ডেস্ক রিপোর্টঃ
যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত গৃহবধূ সাবিলা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর হাসপাতালের নিবির পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ নিয়ে যশোরে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু হলো। তাদের মধ্যে সাবিলা খাতুনই একমাত্র নারী।
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘গত ১২ জুন সাবিলা খাতুন যশোর সদর হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির অবনতি হলে আজ দুপুরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় তার।’
এর আগে গত বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত বাঘারপাড়ার শেখ আমির হোসেন এবং ওই দিন মধ্যরাতে মনিরামপুরের মো. ইউসুফের মৃত্যু হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply