যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত শেখ আমির হোসেন পারু (৬৮) মারা গেছেন। তিনি বুধবার (১৮ জুন) ভোর ছয়টার দিকে হাসপাতালের পাঁচ নম্বর আইসিইউ বেডে মারা যান।
ডেস্ক রিপোর্টঃ আমির হোসেন জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকসেদ আলীর ছেলে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তাকে ১৬ জুন বিকেল ছয়টার দিকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি ভোরে মারা যান।
ডা. রবিউল ইসলাম আরও জানান, বর্তমানে আইসিইউতে আরও তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে তারা করোনায় আক্রান্ত কি না। এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরেক রোগী ভর্তি আছেন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, করোনা পরিস্থিতি দীর্ঘদিন নিম্নমুখী থাকলেও সম্প্রতি হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যারা বয়স্ক ও আগে থেকেই যাদের অন্য রোগ রয়েছে, তারা বেশি ঝুঁকির মুখে পড়ছেন। যিনি মারা গেছেন তার বয়স বেশির পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন জনসাধারণকে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply