বেনাপোল প্রতিনিধিঃযশোর বিজিবির অভিযানে ১১৮.৭৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে।৯ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-শরিফুল ইসলাম ( ৫৬), পিতা-রশিদ, গ্রাম-কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি, পোস্ট- কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
আটককৃত স্বর্ণের মূল্য ২০,৫৪,২৫৬/-(বিশ লক্ষ চুয়ান্ন হাজার দুইশত ছাপ্পান্ন ) টাকা।
ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ৭৫২/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ২০,৭৫,০০৮/- (বিশ লক্ষ পচাঁত্তর হাজার আট) টাকা।*
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply