অনলাইন ডেস্কঃ
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি: ইনডিপেনডেন্ট
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি: ইনডিপেনডেন্ট
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে কদমতলী এলাকা থেকে কারিনা (২৩) ও কলাবাগান এলাকা থেকে রুনা আক্তার মিম (২৫) নামে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কারিনা কেরাণীগঞ্জের মুরাদপুরের ইকবাল হোসেনের মেয়ে। তিনি স্বামীর সাথে কদমতলী এলাকায় ভাড়া থাকতেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ ফেরদৌসী বলেন, ‘গত রাতের দিকে খবর পেয়ে কদমতলী কাছাল্লা মসজিদ সরকার রোডের একটি বাসার ছয়তলার কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কারিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সকালের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে নিহতের পরিবারের সদস্যের কাছ থেকে জানতে পারি গতরাতে ওই নারী তার স্বামী শহিদুল ইসলামের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। পরে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখে কারিনা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।’
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু বলেন, ‘গতরাতে খবর পেয়ে কলাবাগান এলাকার একটি বাড়ির ছয় তলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রুনা আক্তার মিমের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’
এসআই অজয় আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে নিহতের পরিবারের লোকদের কাছ থেকে জানতে পারি নিহত রুনা আক্তার স্বামী সজিব রহমানের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি কলা বাগানে চলে আসেন। গতরাতে সবার অগোচরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন তিনি। পরে অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে দেখে রুনা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তারা বিষয়টি আমাদের জানায়।’
Design & Developed BY- zahidit.com
Leave a Reply