,

রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাশেদুল হক নয়ন,বাঘা(রাজশাহী)প্রতিনিধি।।রাজশাহী জেলা পুলিশের আয়োজনে “মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি ” স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) সকালে বানেশ্বর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণ হতে পুলিশিং ডে-২০২১ সুবিশাল এক র‍্যালী বের হয়।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির পুলিশিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথি।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন বানেশ্বর মসজিদের পেশ ঈমাম আবু জাহিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুঠিয়া থানার অফিসার ইন-চার্জ সোহরাওয়ার্দী। পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা পুলিশিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শফিউল আওয়াল প্রজেক্ট অফিসার এশিয়ান ফাউন্ডেশন, শাহনাজ আক্তার যুব মহিলালীগ সভাপতি পুঠিয়া উপজেলা, জিএম হিরা বাচ্চু পুঠিয়া উপজেলা চেয়ারম্যান, এসএম একরামুল হক অধ্যক্ষ বানেশ্বর সরকারী কলেজ,অতিরিক্ত পুলিশ সুপার(পুঠিয়া সার্কেল) মো, ইমরান জাকারিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী রেন্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম।

আরও উপস্থিত ছিলেন,বাঘা থানার ওসি মো, সাজ্জাদ হোসেন সহ সকল থানার অফিসার ইন-চার্জগন,জেলা ও সকল থানার পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন,চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক,বাঘা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শাহিদুজ্জামান শাহিদ,বাঘা পোর কাউন্সিলর মোশারফ হোসেন,বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার সহ আওয়ামীলীগ এর বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল স্তরের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *