মোহনপুর প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর কেশরহাট পৌরসভায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ত্রাণ ও ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, অসহায়-অতি দরিদ্র মানুষের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কেশরহাট পৌর ভবনে এ চাল বিতরণ করেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নজরুল ইসলাম, পৌর কাউন্সির হাফিজুর রহমান বকুল, আব্দুস সাত্তার, কফিল উদ্দিন, একরামুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা বেগম, নাসিমা বানু, ঝরনা বেগম। পৌর কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ পৌর কর্মচারীরা। ১৬ জুলাই শুক্রবার পৌরসভার ১,২,৩ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩শত ৩৩ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আগামীকাল ১৭ জুলাই শনিবার ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। আগামী ১৮ জুলাই রোববার ৭,৮, ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করার কথা রয়েছে। ৯টি ওয়ার্ডে মোট ৩ হাজার ৮১ জন সুবিধাভোগীর মাঝে এ চাল বিতরণ করা হবে। পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, চাল বিতরণ শেষে পৌর এলাকার ২’শ জনের মাঝে
করোনা ভাইরাস পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা জিআর ৫শত টাকা করে বিতরণ করা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply