মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃবৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণ-২০২৪ এর সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি স্বনামধন্য ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম বলেন, কোরআন শিক্ষার এই আয়োজন একটি মহতি উদ্যোগ। এই মহতি উদ্যোগের মাধ্যমে আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করলেন, প্রত্যেকে নিজ নিজি ইউনিটে গিয়ে আপনাদের অন্যান্য সহকর্মীদের কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াত শিখাবেন। মনে রাখবেন, জ্ঞান এমন জিনিস যা বিতরণ করলে কমে না বরং বাড়ে। তাছাড়াও আপনারা আযান ও ক্বিরাত বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।
ইক্বরার সভাপতি স্বনামধন্য ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী বলেন, প্রতিটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য হলো সঠিকভাবে কোরআন শরীফ তিলাওয়াত করা। বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে যারা কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াত শিখানোর এত সুন্দর আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশ পুলিশ দেশের সেবা করছে, এ সেবা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে তার জন্য দোয়া করছি।
উল্লেখ্য, রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে ৭ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত পাঁচ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন স্বনামধন্য ক্বারী ও ইক্বরার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীসহ ইক্বরার অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহাযোগিতায় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply