,

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মে দুদকের অভিযান

মিঠুন কুমার রায়,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল। অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগীদের খাদ্য, ওষুধ, ল্যাব ও সেবার মান যাচাই করা হয়।

সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, কমিশনের অনুমোদনক্রমে এ অভিযান পরিচালিত হয়। তদন্তে রোগীদের নিম্নমানের খাবার, অপরিষ্কার ওয়াশরুম, সেবার ঘাটতি এবং ল্যাব সংক্রান্ত নানা অনিয়ম ধরা পড়ে। তিনি বলেন, হাসপাতালের নিজস্ব ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও টেকনিশিয়ান ও কিছু চিকিৎসক রোগীদের বাইরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে ব্যবসা করছেন।

এ সময় দুদক কর্মকর্তারা এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, “আমার কিছু স্টাফ আমার নির্দেশনা মানছে না। ম্যানেজমেন্টে সমস্যা আছে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *