নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (১৮ মে) মধ্যরাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিল করেই তারা পালিয়ে যান। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া তিন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬), ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রবিবার মধ্যরাতে শাজাহানপুর উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিল বের করেন। ব্যানার নিয়ে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাস্ক পরা অবস্থায় ছিলেন। মিছিল শেষে তারা পালিয়ে যান। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এরপর পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী সাদিক, মোফাজ্জল ও মাসুদ রানাকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মিছিলের সময় তারা নাশকতার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply