,

রামপালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করল নাগরিক ফোরাম

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃদক্ষিণের উপকূলীয় অঞ্চল রামপাল। প্রতিকূলতা আর দুর্যোগ প্রবন এই অঞ্চলে লবণাক্ততা, নদী ভরাট, ঘুর্ণিঝড় এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় প্রতিনিয়তই। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাবে এই এলাকায় কৃষি উৎপাদন, অর্থনীতিসহ সামাজিক জীবনমান উন্নয়নে চরম বাধাগ্রস্ত হয়। যে কারণে পরিস্থিতি মোকাবেলার দুর্যোগ সহনীয় বিভিন্ন উদ্যেগের পাশাপাশি বিভিন্ন সঠিক তথ্য ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রকাশ করা প্রয়োজন। রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জি, এম অলিউল ইসলাম এসব কথা বলেন।
“পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে উপজেলা নাগরিক ফোরাম ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম.এ সবুর রানা’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন। উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, কার্যকারী সহ সম্পাদক সুজন মজুমদার, সদর ইউনিয়নের নাগরিক ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, সহ সভাপতি ছবি রানী মন্ডল, সিডিপি’র ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক লায়লা সুলতানা, সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, গৌরম্ভা ইউনিয়নের নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্য নির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মো. মোহতাদির, সাংবাদিক হারুন শেখ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *