রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ রামপালে ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রামপালের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল ও দাউদখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার বাঁধা জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপরে রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে উক্ত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, সাংবাদিক ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#
Design & Developed BY- zahidit.com
Leave a Reply