লায়লা সুলতানাঃ রামপালে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মুকাবিলা ও প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। স্বাগত বক্তব্য দেন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর ম্যানেজান বাসুদেব নন্দী, এরিয়া ম্যানেজার আ. সামাদ, ব্রাকের মাইক্রো ফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক তহমিনা খাতুন, তন্ময় সাহা। আরজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা মো. শেরোয়ান, মো. মাহাফুজ প্রমুখ।#
Design & Developed BY- zahidit.com
Leave a Reply