,

রামপালে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অরিয়েন্টেশন সভা

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে রামপালে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (বিএইচপি)-এর ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পর আওতার সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেব।
আরজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, রামপাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু জাফর সিদ্দিক, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর ম্যানেজান বাসুদেব নন্দী, ব্রাকের ক্লাইমেট চেইঞ্জ অফিসার তন্ময় সাহা, রামপাল উপজেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মো. শেরওয়ান শেখ প্রমূখ। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *