,

রামপালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

লায়লা সুলতানা রামপাল (বাগেরহাট)ঃ সারাদেশের ন্যায় রামপালে ও প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ দিন।
রোববার (১২অক্টোবর) সকাল ১০ টায় রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, প্রাথমিক অফিসার মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষিকা শামিমা পারভীন, মঞ্জুশ্রী মল্লিক, ইপিআই কর্মকর্তা কমলেশ কান্ত দাস, সাংবাদিক মোতাহার মল্লিকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসী বলেন, এ টিকা নিতে প্রয়োজন শুধু মাত্র জন্ম নিবন্ধন সনদ। উপজেলার সকল স্কুলও টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৩৯ হাজার ৩৭ জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ টিকাদান প্রদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সকল অভিভাবকে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *