লায়লা সুলতানাঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রামপালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে রামপাল উপজেলা নাগরিক ফোরাম।
নাগরিক ফোরামের সভাপতি এম, এ সবুর রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান। সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মুজাফফর হোসেন। বক্তব্য দেন নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রিক্তা খানমসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
অনুষ্ঠানে সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করা হয়। এ সময় নারীর মানবাধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, সরকারের নানা উদ্যোগ থাকলেও দেশে বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসে পারিবারিক সহিংসতায় নারী ও শিশুসহ ৩২২ জন নিহত হয়েছেন। এ সময় ১০৯ হেল্পলাইনে সহায়তা চেয়ে আসে প্রায় ৪৯ হাজার কল। বক্তারা এসব পরিস্থিতিকে নারীর মানবাধিকার ও লিঙ্গ সমতার জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেন এবং কমিউনিটি পর্যায়ে আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার নারীদের সম্মেলনের সিদ্ধান্তে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হতে শুরু করে। পরে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর বিশ্বব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply