,

রামপালে পলিথিন-প্লাস্টিক দুষণ প্রতিরোধে কর্মশালা

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ রামপালে পলিথিন-প্লাষ্টিক দুষণ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাজার কমিটি ও ব্যাবসায়ী প্রতিনিধিদের সাথে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইয়োথ ফর দ্য সুন্দরবন সংগঠনের ঝুমকা রানী কর্মকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ইয়োথ ফর দ্য সুন্দরবন এর আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব মেহেদী হাসান টুটুল, সদস্য এম, আর সিফাত, প্রান্ত বাচাড়, শেখ রনি, প্রঞ্জয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্লাস্টিক পলিথিন দুষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন, রূপান্তর সংস্থার বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় করণীয় এবং মানবদেহে মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত ব্যাবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দদের প্লাস্টিক বর্জন বা কমিয়ে আনার জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় উল্লেখ করা হয়, ইয়োথ ফর দ্য সুন্দরবন সংগঠনের প্রচার প্রচারণায় এবং প্রশাসনের নজরদারি বৃদ্ধির কারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যে কারণে পলিথিনের ব্যাবহার কিছুটা কমেছে। আশা করা হচ্ছে আগামীতে প্লাস্টিক পলিথিনের ব্যাবহার আরও কমিয়ে আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *