রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকালে দুই দফায় রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি সকালে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বিকালে বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়ামোদিদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুর ইসলাম, ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের উপজেলা আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ নেতৃবৃন্দ। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মাদকের ভয়াবহ ছোবল ও মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। বিশেষ করে শিক্ষার্থীরা এতে আসক্ত হয়ে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অভিভাবকদের উচিৎ তার সন্তান কি করে? কোথায় যায়? কার সাথে সঙ্গ দেয় এগুলো দেখা এবং খোঁজখবর নেওয়া। শিশু, কিশোর ও যুবককেরা যাতে বিপথগামী না হয় সে জন্য তাদের মাঠে পাঠাতে হবে। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। এতে তাদের শরীর ভালো থাকবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply