রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় সহকারী কমিশনের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সেবাদান কেন্দ্রে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আফতাব আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রণিক হালদার, এআরডিও মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি.সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহসম্পাদক মো. তারিকুল ইসলাম, লায়লা সুলতানা, কবির আকবর পিন্টু প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ের ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী ও ভূমি মালিকগণ অংশগ্রহণ করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply