,

রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানা রামপালে মন্দিরসহ ব্যাক্তি মালিকানা জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন নব্বই বছরের বৃদ্ধ বিল্ব রঞ্জন মন্ডল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব রামপালের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাগা বেতকাটা গ্রামের মৃত যোগেশ্বর মন্ডলের ছেলে বিল্ব রঞ্জন মন্ডল জানান, তার কোন ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। তারা শশুর বাড়িতে থাকেন। তিনিও অসুস্থতা জনিত কারণে বাগেরহাটে থাকেন। তার রামপাল থানাধীন ৭১ নং বেতকাটা মৌজার বিআরএস ১৬৩ নং খতিয়ানে ২১৬ দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ২১.৫০ শতাংশ জমিতে দুইটি মন্দির রয়েছে। গত ইং ১৫/১৬ বছর পূর্বে এলাকার হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা করার জন্য মন্দির দুইটা নির্মাণ করা হয়। কিছুদিন মন্দিরে পূজা অর্চনাদি করার পরে বিল্ব রঞ্জন অসুস্থ হন। পরে তিনি বাগেরহাট গিয়ে মেয়ের কাছে থাকেন। এমন অবস্থায় তার গ্রামের পার্শবর্তী প্রতিবেশী ভীম মন্ডল ও তার ছেলে উত্তম মন্ডল আওয়ামী লীগের কতিপয় লোকজন নিয়ে জমি ও মন্দির দখলের চেষ্টার অংশ হিসাবে জমি ঘিরে রাখে। ভীম মন্ডলকে জমি দেয়া হয়েছে। সে জমির দলিলে চিহ্নিত সব কিছু উল্লেখ আছে। তারপরেও ভীমের বাড়ির সামনের জমি মূল্যবান হওয়ায় সে দেবত্ব জমি দখলের পায়তারা করছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে (রামপাল) মিস ১০০৩/২১ নং একটি মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে তারা জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। জমি রামপাল থানায় তৎকালিন ওসি সোমেন দাসের মাধ্যমে শালিস বৈঠকে সমস্যার সমাধান করে দেয়া হলেও তারা মন্দিরসহ জায়গা ছাড়েনি। উল্টো বৃদ্ধ বিল্ব রঞ্জনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন। তিনি জায়গাটি দখলমুক্ত করে দেবত্ব ঘোষণা করে জমিটি দান করতে চান। ভুক্তভোগীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের জোর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ উত্তম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দুইটা ঘর আছে। আমরা ঘরসহ জমি কিনেছি। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে হয়রানি করছে। জমির সকল কাগজপত্র আমাদের আছে। তবে মন্দিরের বিষয়টি তিনি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *