রামপাল (বাগেরহাট)
লায়লা সুলতানা রামপালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র্যালি জুড়ে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী শ্লোগান।
র্যালিতে নেতৃত্ব দেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া এবং সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন আহ্বায়কবৃন্দ, সদস্য, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ শত শত যুবদল কর্মী ও সমর্থকেরা।
উদ্দীপ্ত যুবকদের দেশপ্রেম শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপালের রাজপথ। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত যুব সমাজই আগামী দিন পরিবর্তনের শক্তি। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকারের জন্য যুবদল সবসময় মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।
আনন্দঘন পরিবেশে দিনব্যাপী উৎসবে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ যুবকরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply