লায়লা সুলতানা,রামপাল (বাগেরহাট) রামপালে শহীদ গাজী আবু বকার সিদ্দিকীর হত্যার বিচার দাবীতে শহীদ পরিবারের সদস্যদের এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শহীদ গাজী আবুবকর রহিমাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৩ মার্চ) দুপুর ২ টায় ফয়লাহাট বাসস্টান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজনে সমগ্র বাংলাদেশ শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে মো. মুনাওয়ার হুসাইনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন, হাকিমপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা সোনাতুনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. মাবুদ, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাওলানা আ.আজিজ, মাওলানা মো. মোশাররফ করিম, ঢাকা মেডিকাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মো. আতিয়ার রহমান, মাওলানা রহমাতুল্লাহ, শহীদ আলী আহসান মুজাহিদের ছেলে মো. আলী আহমদ মাবরুর, মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদীর ছেলে মাসুদ সাইদী, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, মুফতি কাজী ইব্রাহীম, গাজী রাসেল, হাসান ইমাম, সরদার মহিদু্ল ইসলাম প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্য দেন, শহীদ গাজী আবু বকার সিদ্দিকীর ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর (প্রশাসন) গাজী মনোয়ার হুসাইন তামিম।
বক্তাগণ শহীদ গাজী আবুবকর সিদ্দিকীকে নির্মমভাবে বােমার আঘাতে হত্যা করা হয়। বিগত স্বৈরাচার সরকারের আমলে পুলিশ হত্যা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করেনি। যে কারণে সুষ্ঠুভাবে বিচার করা সম্ভব হয়নি। মরহুমের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, গাজী আবু বকার সিদ্দিকীসহ সকল শহীদদের পুনঃতদন্ত দাবী করেন। প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান শেষে দোয়া করা হয়। সমাবেশে সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন, গাজী মনোয়ার হুসাইন তামিম।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply