রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ রামপালের জিয়লমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষিকার বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপর সোয়া ১ টার সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে অগ্নিসংযোগ করে এক যুবক। এতে বসতঘরটি পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।
স্থানীয়রা জানান, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে দুপুর অনুমান সোয়া ১ টার সময় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্থানীয় মানসিক ভারসাম্যহীন তানভীর হাওলাদার ঘরে অগ্নিসংযোগ করে থাকতে পারে। কারণ ঘরে আগুন লাগার পরে সে দা নিয়ে দাড়িয়ে ছিল। কেউ আগুন নেভাতে গেলে তাকে বাঁধা দিচ্ছিল। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওই শিক্ষিকা হোসনেয়ারার মুঠোফোন কথা বলার এক পর্যায়ে তিনি ফোন কেটে দেন। রামপাল থানার ওসি মো. আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। শুনেছি একজন মানসিক প্রতিবন্ধি যুবক অগ্নি সংযোগ করে থাকতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply