রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে সরকারিভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ৭ জন দুঃস্থের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, সমন্বয়কেরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply