লায়লা সুলতানা,রামপাল (বাগেরহাট) রামপালে সেনাবাহিনী ও পু্লিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, হেরোইন ও সরঞ্জামসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে মাদক, নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ আসামীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। রামপাল থানা পুলিশ শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় আসামীদের বাগেরহাটের আদালতের প্রেরণ করেছে।
জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার আধাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন, ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির রামপাল আর্মি ক্যাম্পে কমান্ডার মেজর ইমরুল কায়েস। তাকে সহযোগীতা করেন উপজেলার গৌরম্ভা পু্লিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। শুক্রবার রাতে আদাঘাট গ্রামে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জন মাদক কারবারিকে ২২ গ্রাম হেরোইনসহ হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলো, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের আশিকুজ্জামান টমাসের ছেলে বায়েজিদ হাসান রাব্বি (২২), একই গ্রামের মো. জিহাদ শেখের ছেলে রবিউল ইসলাম রাজু (৩৪) ও আবুল কালাম শেখের ছেলে মোরসালিন শেখ (২৩)।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে বাড়ীঘর তল্লাসি করা হয়। এ সময় ২২ গ্রাম হেরোইন যার অনুমান মূল্য ৭ লক্ষ ১০ হাজার টাকা, নগদ ১ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা, ৪ টি অ্যান্ড্রয়েড ফোন সেট ও ১ টি বাটন ফোন সেট, ১ টি হেরোইন মাপা ওয়েট মেশিন, ১ টি ইয়ামাহা মোটরসাইকেল, ১ হাজার জাল টাকার নোট, ১ টি ব্লাঙ্ক চেক, একজোড়া কানের দুল (হেরোইন বিক্রি বাবদ রেখে দেওয়া) জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের মালামালসহ রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামপালের গৌরম্ভা পু্লিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সেনাবাহিনীর সাথে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করি। আমার সাথে এএসআই আবজাল হোসেনসহ ফোর্স ছিল। রামপাল থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছি।
মাদক কারবারিদের ধরার পর এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এখনো অনেক মাদক কারবারী ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র দাবী করেছে। তারা আরো বেশী সেনাবাহিনীর অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply