,

রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ রামপালে শিশুদের নিয়ে ব্যতিক্রমী উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বিদ্যালয়ের প্রান্তিক শিশুদের উদ্ভাবনী মনোভাব সৃষ্টির লক্ষে এবং স্বাধীনভাবে তারা তাদের মেধা ভিত্তিক জ্ঞানকে কাজে লাগাতে পারে এ জন্যে স্বপ্নযাত্রা এস্টিম ফেস্ট নামের সংস্থা এমন উদ্ভাবনী ও সৃজনশীল আয়োজন করে। শিশুরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত বিষয়ে যাতে প্রাথমিক ধারনা পায় সে জন্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নযাত্রা’র এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন স্বপ্ন যাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহাবুবুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলা সভাপতি সাকির হোসেন, বাগেরহাট জেলা সুজন সম্পাদক এস, কে হাসিব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলা সমন্বয়কারী আবিদা সুলতানা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, কোডেকের উপজেলা কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ। উৎসব অনুষ্ঠানে সবুজ কুড়ি শিশু কেন্দ্র, সূর্যের আলো শিশু কেন্দ্র, স্বপ্ননীড় শিশু কেন্দ্র, স্বপ্ন তরী শিশু কেন্দ্র, স্বপ্নের ছোঁয়া শিশু কেন্দ্র ও সোনার তরী শিক্ষা সহায়তা কেন্দ্র অংশগ্রহণ করে। শিশুরা তাদের উদ্ভাবিত বিভিন্ন রোবটিক্স কার্যক্রম, পরিবেশ সুরক্ষায় করণীয়, কৃষি, নিরাপদ পানি ও ভবিষতের কর্মপরিকল্পনা প্রদর্শন করে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ বাচ্চাদের সৃজনশীল উদভাবনীর প্রশংসা করেন। এ সময় ডিবেটিং, বক্তৃতা, নৃত্য, গান পরিবেশন করে ও র‍্যালি করে শিশুরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *