,

রামপালে স্বপ্নসারথিরা বাল্যবিয়েকে দেখালো লালকার্ড

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ১০টি গ্রামের ১০টি দলের স্বপ্নসারথিদের নিয়ে সামাজিক ও আইনি সুরক্ষা শীর্ষক দুইদিনব্যাপী দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথকভাবে উপজেলার রামপাল সদর ইউনিয়নের কিসমত ঝনঝনিয়া ও বাঁশতলী ইউনিয়নের চন্ডিতলায় ব্র‍্যাক সামাজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির পক্ষ থেকে এ জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে জীবনের পথে চলার ক্ষেত্রে বাস্তবমুখী বিভিন্ন বিষয় শেখানো হয়। অভিনয় ও গল্প বলা খেলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে এসব প্রশিক্ষণ প্রদান করা হয়। জুন মাসজুড়ে মাসে ১০টি দলে ২৪ তম সেশন পরিচালনা করা হয়। এসময় থাকবো নাকো বদ্ধ ঘরে পর্ব -২ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়। গত শুক্রবারে রামপাল সদর ইউনিয়নের কিসমত ঝনঝনিয়া ও বাঁশতলী ইউনিয়নের চন্ডীতলা গ্রামে কিশোরীরা বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ১৮ বছর পূর্ণ করে নিজেকে স্বাবলম্বী করে বিয়ে করা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলায় তাদের নিজ নিজ স্বপ্ন উপস্থাপন করে। কিশোরীরা বাল্যবিবাহকে না বলে এবং লালকাড প্রদর্শন করেন। উক্ত জীবন দক্ষতা প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্রাকের সেল্প অফিসার কুহেলী মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *