হাছিবুল ইসলাম: রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৮ হাজার ৪০২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৪১ ভোট, স্বতন্ত্র অধ্যাপক মনির ৩০৭ ভোট।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এরপর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৬ হাজার ৯৬১ ভোট বেশি পেয়েছেন
বিজয়ের খবরে রায়পুর পৌর শহরে বিজয় মিছিল বের করে নৌকা প্রতীক প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় তারা গিয়াস উদ্দিন রুবেল ভাটের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply