ডেস্ক রিপোর্টঃ
স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় স্ত্রীকে। তিনবার ধর্ষণের পর চতুর্থ দফায় ধর্ষণের সময় অচেতন হয়ে পরেন সেই নারী এবং কিছু দিন পর মারা যান। এমন ন্যক্কারজনক ঘটনায় ঘটিয়েছে স্বৈরাচার হাসিনার শাসনামলে তারই আস্থাভাজন এক র্যাব কর্মকর্তা। যা নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।
সম্প্রতি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে, ফেসবুকে মূল পোস্টটি ছিল মউদুদ সুজনের। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।’
পোস্টটি সামাজিক মাধ্যমে মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, “ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান, ‘বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ’……..।
মউদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন, ‘মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/ স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।’
এরপর ফেসবুকে আরও একটি পোষ্ট করেন তিনি, সেই পোষ্টে তিনি উল্লেখ করেন এই আলেপ উদ্দিন এতটাই কুখ্যাত ছিল যে মেজর জেনারেল জিয়াউল তাকে ব্যবহার করতো গুমের কাজে। আলেপ তার ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে। পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়েছে সে গত সপ্তাহে চট্টগ্রাম র্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সব কিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত।’ তাহমিনা নামের একজন ফেসবুকে লিখেছেন, কুখ্যাত আলেপ উদ্দিনকে ফাঁসি দেয়া হোক। জিয়াউল আলেপরা মিলে যা করেছিলো তার জন্য ফাঁসি হওয়া উচিত। দিপু নামের একজন লিখেছেন, এক ধর্ষণের খবর জানতে পারলাম, আরও কত শত ধর্ষণ যে করেছে ওরা তা এখনও অজানা। আলেপের কঠিন শাস্তি হোক।
আরও কতশত আলেপ উদ্দিনরা লুকিয়ে আছে দেশের অভ্যন্তরে তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ বলে মনে করেন নেটিজেনরা। যাতে আর কেউ কখনও এমন ঘৃণ্যতম অপরাধ করার সাহস না পায়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply