অগ্রদূত ডেস্কঃ
লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলে তারেক রহমানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) তারেক রহমানের সঙ্গেই তাঁর বাসায় যায় খালেদা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায়, আপাতত বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply