শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ি চলাচল বন্ধের জন্য শ্যামনগর উপজেলা সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি দরখাস্ত শ্যামনগর ইউএনও র মাধ্যমে জেলা প্রশাসক ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ এর ১৬(১) ধারা মোতাবেক রেজিস্টেশন বিহিন ডাম্পার শ্যামনগর উপজেলার সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধ ও জব্দ করার আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। দরখাস্তে আরো উল্লেখ করেছেন, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে শত শত কিলোমিটার সড়ক রয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থে ইটের সলিং, কাপেটিং রাস্তা,এল জি ই ডি রাস্তা সহ বিভিন্ন সড়কে লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ি চলাচলের কারণে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এ ছাড়া ডাম্পার গাড়ি চলাচলের সময় মাটি পড়ে, একটু বর্ষা হলেই স্লিপিং রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। কয়েকটি মানুষ মারাও গেছে, সম্প্রতি কলারোয়ায় একজন পুলিশ সদস্য নিয়ত হয়েছিল। যার কারণে ডাম্পার গাড়ি সড়কে চলাচল বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে আবেদন জানানো হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply