,

লামায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ছাত্রলীগে দুই-নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার নেতারা হলেন, ছাত্রলীগের লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি নাথ ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ। গ্রেফতার দুই জন’কে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ। জানা যায়, গত শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে যা ভাইরাল হয়। পরে এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন মামলা নং- ৪/২৫। মামলার সূত্র ধরে উপজেলা শহরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক, উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। সরকারের কাছে এসব কর্মকান্ডের যথেষ্ট প্রমাণ রয়েছে। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীর অপরাধ আদালতেও প্রমাণ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তবর্তীকালীন সরকার। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীও গ্রেফতার অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *