,

লামায় বন্য হাতির আক্রমণে ফাতেমা আহত

মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় সরই ইউনিয়নে বন্য হাতির পায়ের চাপে ফাতেমা বেগম (৫২) নামে এক মহিলা আহত। সোমবার (১৩ জানুয়ারী) ভোর রাত ৩ টায় আন্দারী নামক এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়,লামা উপজেলার সরই আন্দারী হিমছড়ি নামক এলাকায় প্রতিদিন মত বাড়িতে সবাই ঘুমে থাকে। ভোর ৩ টায় সময় বন্যহাতির চলাচলের শব্দে ঘুম ভেঙ্গে যায় এর মধ্যে বাড়ি উঠানে একটি বড় হাতি রান্নাঘর ভেঙ্গে ফেলে। এসময় ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ এর স্ত্রী ফাতেমা বেগম হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ডান পায়ের নিচের গুড়ালি ভেঙ্গে ক্ষত বিক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বাড়ি থাকা অন্যরা পিছনের জানালা দিয়ে ছুটাছুঁটি করতে থাকে পরে পালিয়ে কোন রকমে তারা প্রাণে রক্ষা পায়। বন্য হাতিটি পশ্চিম দিকে পাহাড়ের দিকে চলে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারটি দরিদ্র হওয়ায় সকালে এক আত্মীয়ের সহায়তা লোহাগাড়া একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আছেন। আহত মহিলার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তবে দরিদ্র দিন মজুর নুর মোহাম্মদ একা পক্ষ সম্ভব না। ক্ষতিগ্রস্ত দরিদ্র দিন মজুর নুর মোহাম্মদ জানান, এখন আমার স্ত্রী আহত ও ছোট ছোট -ছেলে মেয়েদের নিয়ে কি করব ভেবে কূল কিনারা পাচ্ছি না। এতে আমাদের প্রায় সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশি ও প্রতক্ষদর্শী মোঃ রুবেল,দেলোয়ার, আম্বিয়া খাতুন’সহ কয়েক জন জানান,মেইন রাডের পাশে এ এলাকাতে সহজে বন্যতাতি বিচরণ করে না । গত দুই /তিন বছর আগে একবার এসেছিল। দলচ্যুত হাতিটি গভীর রাতে “সরই মা ও শিশু হাসপাতাল” দিয়ে মেইন রোড হয়ে অনেকক্ষণ হাটাহাটি করে মোড়ে অন্য বাড়ি আলো থাকায় এদিক দিয়ে গিয়ে মানুষ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই বন বিট কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেক্ষেত্রে বন বিভাগের নিয়ম অনুসারে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *