,

লামায় রাস্তায় দস্যুতাচক্রের মূলহোতাসহ ৬ গ্রেফতার, উদ্ধার বিভিন্ন সরঞ্জাম

মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা বিভিন্ন স্থানে দস্যুতাচক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও দস্যুতাচক্রের ব্যবহৃত’কালে একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়। রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে লামা থানা এক প্রেস রিলিজ প্রকাশ করেন তাতে উল্লেখ করা হয়, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় ‘অজ্ঞাতনামা ০৪ জন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটর সাইকেল যোগে এসে জাহেদ হাসান নামের এক যুবকের গতিরোধ করে বলে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত সদস্যরা হলেন, মো.খায়রুল আমিন প্র: গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো.সালাউদ্দিন (২৫), মো. দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা। প্রেস রিলিজ বলেন, গত ৪ জানুয়ারী ইফসা এনজিও কর্মীকে থামিয়ে রাস্তায় দস্যুতাচক্রের দলের সদস্যরা নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সে অভিযোগে প্রক্ষিতে চকরিয়া লোহাগাড়া’সহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, লামায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *