দুর্লভরায়,দিনাজপুর,প্রতিনিধি“মানবতার সমাজ গড়ি” -এই শ্লোগানকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারী বোববার লায়ন্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে ফুলবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন শিশু নিকেতন প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ৪৬তম অভিষেক অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিঃ মোঃ আব্দুল ওহাব পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জালাল আহম্মেদ এমজেএফ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোঃ হানিফ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ডিরেক্টর এ্যাডঃ আব্দুল মজিদ। দোয়া পরিচালনা করেন সাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোজাফ্ফর হোসেন খান। আনুগত্যের শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী লায়ন সাইফুর রহমান মন্ডল। সভার শুরুতে কেবিনিট সেক্রেটারী লায়ন সামিউল মোক্তাদির এমজেএফ অতিথি পরিচিত করান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন শাহ্ আলম, লায়ন এমএ খালেক, লায়ন ডাঃ আনসার আলী, লায়ন ডাঃ টি জামান, লায়ন কবিরুল হাই, লায়ন মোজাফ্ফর হোসেন মিলন, লায়ন মোর্কারম হোসেন, লায়ন শাহেদ রিয়াজ পিম, লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, লায়ন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সরকার প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক লায়ন ডাঃ মশিউর রহমান ও লায়ন সুমি। অভিষেক অনুষ্ঠানে ভৈরবী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লায়ন আলহাজ্ব শাহ্ আলমের সঞ্চালনায় অভিষেক স্মরণিকার উদ্বোধন করেন প্রধান অতিথি। নবাগত সদস্যদের পরিচিতি অনুষ্ঠান পরিচালনা করেন সম্মানিত অতিথি লায়ন মোঃ হানিফ। সর্বশেষে প্রধান অতিথি লায়ন মোঃ আব্দুল ওহাব পিএমজিএফ লায়ন্স ক্লাব অব দিনাজপুরের নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। জোন চেয়ার পারসন ক্লাবস রওশন আরা, হাসান মাহাবুব আক্তার লোটন শুভেচ্ছা বক্তব্য রাখেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ক্লাবের এও আব্দুস সবুর সরকার। প্রধান অতিথি লায়ন ইঞ্জিঃ আব্দুল ওহাব পিএমজিএফ বলেন, লায়ন ক্লাবের সদস্যরা একেকজন মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর্ত মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে দিনাজপুর ক্লাব শিশু পরিবারের এতিম কন্যাদের যে সেবা দিচ্ছে তা সত্যি প্রশংসনীয় উদ্যেগ বলে আমি মনে করি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply