,

লালমনিরহাটে বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা হুন্ডি সুমন গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোসলেম উদ্দিন রনি,লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বহুল আলোচিত সমালোচিত সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে ‘হুন্ডি সুমনকে’ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে সদরের তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সুমন হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক-চোরাচালান ও পাঁচ শ’ কোটি টাকার মানি লন্ডারিং-সহ কয়েকটি মামলার আসামি তিনি। সম্প্রতি সুমন খান, তার স্ত্রী এবং এক কর্মচারির ব্যাংক অ্যাকাউন্টে ৪২৮ কোটি টাকারও বেশি পেয়েছে সিআইডি।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুন্ডি সুমনের অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, দালান এবং অন্য ব্যবসাসহ চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে সিআইডি। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা পাওয়া যায়। এছাড়া সুমন খানের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা পাওয়া যায়।

এছাড়াও সুমন খানের কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১২৭ টাকা জমা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তার আলিশান বিলাস বহুল বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেন উত্তেজিত জনতা। এ সময় অটোমেটিক দরজা দিয়ে বেরিয়ে আসতে না পেরে আগুনে পুড়ে পাঁচ ছাত্রের মৃত্যু হয়।

এ বিষয়ে সিআইডি লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘হুন্ডি সুমনের বিরুদ্ধে মাদক, চোরাচালান, স্বর্ণ ও মুদ্রা চোরাচালানসহ নানান অপকর্মের তথ্য রয়েছে। সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *