মোঃ আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরা শ্যামনগরে শিশু, নারী ও কিশোর-কিশোরীদের অপুষ্টিজনিত সমস্যা—যেমন খর্বাকৃতি, স্বল্প ওজন ও রক্তস্বল্পতা—দেশের মানবসম্পদ উন্নয়নে বড় বাধা সৃষ্টি করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় লিডার্সের উদ্যোগে এমএসপি গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন—
উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মাসুম বিল্লাহ
শিক্ষক সমাজের অভিভাবক জনাব মোঃ আবু রায়হান
স্বাস্থ্য সহকারী জনাব মোঃ ইমরান হোসেন
প্রাণীসম্পদ এআই টেকনিশিয়ান বাবু দেবদাস মণ্ডল
কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার শ্রীমতি সন্ধ্যা রানী
পরিবার কল্যাণ সহকারী শ্রীমতি মাধবী রানী
ইউপি সদস্য জনাব মোঃ জিয়াউর রহমান
এছাড়া লিডার্স কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী (PC) জনাব মোঃ ফজলুর রহমান,
মনিটরিং অফিসার (MEAL) মোছাঃ হাসনাহেনা,
এবং প্রজেক্ট অফিসার মোছাঃ সাহিদা বানু উপস্থিত ছিলেন।
সভার অন্যান্য অংশে এমএসপি কমিটির সম্মানিত সদস্যবৃন্দও অংশ নেন।
সভায় এমএসপির মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্যে প্রাণীসম্পদ এআই টেকনিশিয়ান বাবু দেবদাস মণ্ডল বলেন, “পুষ্টিহীনতা দূর করতে মাছ, মাংস, ডিম ও দুধের কোনো বিকল্প নেই।” তিনি এমএসপি কার্যক্রম সময়মতো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিদিনের খাবারে সবজি, মাছ, তৈল জাতীয় বীজ, বাদাম, আমিষ ও শর্করা নিশ্চিত করতে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, এমএসপি যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হয়—তাই সবাইকে আন্তরিক হতে হবে।
ইউপি সদস্য জনাব মোঃ জিয়াউর রহমান বলেন,
“এই কমিটি পুরো ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কাজ করবে। মাঠ পর্যায়ে ক্যাম্পেইন ও সচেতনতা বৃদ্ধি করে তারা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান।”
বক্তারা লিডার্সের কৃষি, পানি, কৃষকদের ন্যায্য মজুরি, পুষ্টি উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলায় বহুমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
পরিশেষে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লিডার্সকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপ কুমার মণ্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স, প্রকল্প অফিস, শ্যামনগর, সাতক্ষীরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply